'২০২১ সালে বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালিয়েছে বিএসএফ'

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৯:০৯

সদ্য বিদায়ী বছরে ভারতের বিএসএফ বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েক বছরে বিএসএফের গুলি চালানোর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। এতে দেখা যাচ্ছে ২০১৫ সাল থেকে সীমান্তে বিএসএফের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তেমন হেরফের ঘটেনি।


তথ্য বলছে, ২০১৫ সালে বাংলাদেশ সীমান্তে ২১৯ বার গুলি চালিয়েছে বিএসএফ যা এ বছর বেড়ে হয়েছে ২৪৪। গুলি চালানোর ঘটনা সবচেয়ে কম ছিল ২০১৮ সালে। সে বছর বিএসএফ গুলি চালায় ৭৭ বার। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৩৯। এ ছাড়া আর কোনো বছরই এই সংখ্যা দুই শ'র নিচে ছিল না। ২০১৬ সালে সর্বোচ্চ ৩৫৫ বার সীমান্তে গুলি চালায় বিএসএফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও