নৌকার সমর্থকেরা গ্রামছাড়া
তাঁরা ইউনিয়ন পরিষদর (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। তবে নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার কারণে তাঁরা গ্রামছাড়া। এ ঘটনা ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ি গ্রামের।
ওই গ্রামের অন্তত শতাধিক মানুষ এক সপ্তাহ ধরে গ্রামছাড়া। প্রায় তিন কিলোমিটার দূরে অন্য গ্রামে থাকছেন তাঁরা। সেখানেও প্রতিপক্ষের হামলার আশঙ্কায় আছেন তাঁরা। দিনের বেলা খোলা মাঠে দলবেঁধে থাকেন। সেখানেও রান্না-খাওয়া চলে। রাতে বিভিন্ন বাড়িতে ঘুমাতে যান।
হরিশংকরপুর ইউপিতে গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছিলেন আবদুল্লাহ আল মামুন। তাঁকে হারিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দলের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার ফারুকুজ্জামান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে