চীনে নারীদেরকে সন্তান জন্মদানে উৎসাহী করতে বেশি বেশি ডে-অফ!
বয়স্ক জনসংখ্যা বেড়ে যাওয়ায় প্রজনন হার ক্রমেই কমছে চীনে। এটি কমিউনিস্ট দেশটির জন্য এক ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। এর বিরূপ প্রভাব পড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সব ক্ষেত্রেই।
চীনে জন্মহার বছরে ১৮ শতাংশ করে কমে ২০২০ সালে দাঁড়ায় ১২ মিলিয়ন, ২০১৯ সালে যা ছিল ১৪.৬৫ মিলিয়ন। এই হার গত ৬ দশকের মধ্যে সবচেয়ে কম।
দেশটির কিছু কিছু এলাকায় জন্মহার ১০ শতাংশেরও নিচে নেমে গেছে। আনহুই প্রদেশের শিঝো সিটিতে ২০২১ সালের প্রথম ১০ মাসে নবজাতকের সংখ্যা তার আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে।