![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/maldives-20220103151819.jpg)
মালদ্বীপে খুললো ৯২৭ পর্যটন কেন্দ্র
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৫:১৮
পৃথিবীর অন্যতম সৌন্দর্যমন্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মনোরম পরিবেশ আদিম সমুদ্র সৈকত দেশটির প্রধান আকর্ষণ। যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। ১২০০ ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এর মধ্যে ২০০টি দ্বীপ ব্যবহারযোগ্য।
এতে রয়েছে ২৬টি অ্যাটোল। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। বিষুবরেখার কাছে অবস্থিত হওয়ায় এখানে মাত্র একটি ঋতু আছে। সারা বছরের গড় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূলভিত্তি।