ব্রণ দূর করে লাউয়ের খোসা!
বার্তা২৪
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১৬:৫৮
শীত এলে লাউয়ের কদর বেড়ে যায় বহুগুণে। তবে শীত ছাড়া সারাবছরই পাওয়া যায় লাউ। শরীর ঠান্ডা রাখতে এবং পেটের সমস্যা দূর করতে লাউ ভীষণ উপকারী। লাউয়ের পাশাপাশি লাউয়ের খোসাও খাওয়া হয় বিভিন্ন পদ্ধতিতে। তবে বহু এলাকাতেই লাউয়ের খোসা ফেলে দেওয়া হয়।
অথচ ফেলনা এই অংশটুকুও ব্যবহার করা যেতে পারে ত্বকের যত্নে। লাউয়ের খোসায় থাকা পুষ্টিগুণ সরাসরি ত্বকের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এতে করে ত্বকজনিত সমস্যা কমে আসে দ্রুত। জানুন কীভাবে লাউয়ের খোসা ব্যবহার করবেন ত্বকের পরিচর্যায়।