![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/02/map-reunited-33-years-020122-01.jpg/ALTERNATES/w640/map-reunited-33-years-020122-01.jpg)
স্মৃতি থেকে আঁকা ম্যাপ ৩৩ বছর পর মেলাল মা-ছেলেকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১৪:৫৯
এজন্য অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমকেও কৃতিত্ব দিতে হবে তার; গেল ২৪ ডিসেম্বর হাতে আঁকা ওই ম্যাপটি ভিডিও শেয়ারিং অ্যাপ ডয়িনে পোস্ট করেছিলেন লি জিংওয়েই। কাঁচা হাতে আঁকা ওই ছবিতে কয়েকটি ঘর, একটি ভবন (লি’র ধারণা সেটি ছিল একটি স্কুল) একটি বাঁশঝাড় ও ছোট একটি পুকুর দেখা যাচ্ছে।
পুলিশ ম্যাপটির সঙ্গে ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝাওটং শহরের কাছের একটি গ্রামের মিল পায়; ওই গ্রামের এক নারী অনেকদিন আগে পুলিশের কাছে সন্তান হারানোর বিষয়ে অভিযোগও করেছিলেন।ডিএনএ টেস্টে দুজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার ইউনান প্রদেশে মা ও ছেলে তিন দশকেরও বেশি সময় পর একত্রিত হন বলে জানিয়েছে বিবিসি।
- ট্যাগ:
- জটিল
- সামাজিক যোগাযোগ মাধ্যম
- শিশু অপহরণ