গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গানের আসর
আবহমান গ্রাম বাংলায় জারি গানের আসর ছিল বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে, আধুনিকতার ছোঁয়াতে হারিয়ে যেতে বসেছে গ্রামের মানুষের আনন্দের অন্যতম অনুষঙ্গ জারি গান । ‘জারি’ ফারসি শব্দ। অর্থ ক্রন্দন, বিলাপ বা প্রচার করা।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে জমেছিল জারি গানের আসর। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পোড়াবাড়িয়া গ্রামে কয়েকশত মানুষ জারি গান শুনে আনন্দে মেতে উঠেছিল।