রোনালদো-ফের্নান্দেস জুটি নয়, দলই মুখ্য: রাংনিক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

জাতীয় দল ও ক্লাবে দুজনের বন্ধুত্বটা দারুণ। মাঠে দুই পর্তুগিজ ক্রিস্তিয়ানো রোনালদো ও ব্রুনো ফের্নান্দেসের বোঝাপড়াটাও বেশ ভালো। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করেন, দলের স্বার্থে এই দুজনের সবসময় একসঙ্গে খেলাটা জরুরি নয়। দলগত সাফল্য অর্জনে সবাইকেই এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি।


প্রিমিয়ার লিগে গত বৃহস্পতিবার বার্নলির বিপক্ষে ইউনাইটেডের ৩-১ গোলে জেতা ম্যাচে নিষেধাজ্ঞার জন্য দলে ছিলেন না ফের্নান্দেস। ওই ম্যাচে দলের শেষ গোলটি করেন রোনালদো।


অগাস্টে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে ফেরার পর থেকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ১৪ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর গত মৌসুমে দুর্দান্ত খেলা ফের্নান্দেসকে সাম্প্রতিক সময়ে কিছুটা ভুগতে দেখা গেছে। এ কারণেই এবার ২৩ ম্যাচে ৫ গোল করা এই মিডফিল্ডারের সঙ্গে রোনালদোর জুটি কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও