কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

প্রথম আলো রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৭:৪৪

সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৪১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯৭ জন। তাঁদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯টি শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।


রোড সেফটি ফাউন্ডেশন আজ শনিবার ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই এসব তথ্য জানানো হয়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেলের, যা মোট দুর্ঘটনার ৪৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৩ শতাংশ।


ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন। আর রাজধানী শহরে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও