সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, নেই অস্ত্রধারী ‘যুবলীগ’ কর্মীর নাম
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। এসব মামলায় জেলা বিএনপির বেশ কজন শীর্ষ নেতাসহ সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে চিহ্নিত অস্ত্রধারী যুবলীগ কর্মীর নাম মামলায় এখনো যুক্ত করা হয়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজ শনিবার দুপুরে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্তকালে যদি গণমাধ্যমে প্রকাশিত অস্ত্র হাতে ছবিগুলোর প্রমাণ মেলে, তাহলে অবশ্যই তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এ সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে