You have reached your daily news limit

Please log in to continue


খান বা কুমাররা নন, বলিউডে প্রথম ১০০ কোটির ‘ক্লাব’ গড়েন অল্লু অর্জুনের বাবা!

দু’দিনেই ১০০ কোটি। দু’সপ্তাহে ২০০! আজকাল কোটির ঘরে ঘোরাফেরা করছেন অল্লু অর্জুন। সৌজন্যে— ‘পুষ্পা: দ্য রাইজ’। দুনিয়ার তামাম থিয়েটারেই জোরালো বিস্ফোরণ করছে অল্লুর এই নয়া ফিল্ম। তবে তাঁর পরিবারে কোটির ঘরে এই যাতায়াত নতুন নয়। জানেন কি, বলিউডকে প্রথম বার ১০০ কোটির ব্লকবাস্টার ফিল্ম কে উপহার দিয়েছিলেন? না, তিনি কোনও খান বা কুমার নন, তিনি অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ!

‘সিনিয়র’ অল্লুর কীর্তি শোনানোর আগে অল্লু ‘জুনিয়র’-এর কাহিনি জেনে নেওয়া যাক। অল্লু ‘জুনিয়র’-এর ফিল্মের কথাই ধরুন না। ঘরের মাঠে তো বটেই, বিদেশের কঠিন পিচেও লম্বা ইনিংস খেলছে অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’।

আদতে তেলুগু ফিল্ম। তবে হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এর ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। তাতেই চমক। প্রচারের শোরগোল ছাড়াই হিন্দিতে চুটিয়ে ব্যাট করছে ‘পুষ্পা... ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন