![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgibson-20220101162515.jpg)
পেসারদের নিয়ন্ত্রিত বোলিং দেখে খুশি গিবসন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৬:২৫
উইকেট আর কন্ডিশনের কারণে ঘরের মাঠে বাংলাদেশের পেস বোলাররা সুবিধা করতে পারেন না। সেই অভ্যাসে তারা অনেক সময় ভুলে যান বিদেশের সহায়ক কন্ডিশন কাজে লাগাতেও।
তবে আজ (শনিবার) থেকে বে ওভালে শুরু সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অন্য চেহারায় দেখা গেছে টাইগার পেসারদের। টস জিতে তাসকিন-শরিফুলদের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। শুরুটা দুর্দান্তই ছিল পেসারদের।
প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান তুলতে পারে নিউজিল্যান্ড। যদিও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে (১২২) পরে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন।
তারপরও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরে পড়লো পেস বোলিং কোচ অটিস গিবসনের কণ্ঠে। গিবসন শুধু সন্তুষ্টই নন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেনদের নিয়ে রীতিমত গর্বিত।