You have reached your daily news limit

Please log in to continue


বন্দর ও পণ্য পরিবহনে স্বস্তি, সংকট আর বিনিয়োগের বছর

চট্টগ্রাম বন্দরের নামের সঙ্গে জাহাজজটের কথা প্রতিবার আসত বছর শেষে। তবে ২০২১ সালের শুরুতে বন্দরটি কঠোর বিধিনেষেধের সময় জটে পড়েছিল, যদিও তা তেমন তীব্র হয়নি। বছরের মাঝামাঝি সময়েও আবার কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যের জট নতুন করে ভাবনায় ফেলে দিয়েছিল রপ্তানিকারকদের। তবে তা ছিল সাময়িক।

গত জুলাইয়ের পর বিশ্বের বন্দরগুলো যখন জাহাজজটে হাবুডুবু খাচ্ছে, তখন চট্টগ্রাম বন্দরে মোটামুটি স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আগস্ট থেকে বছরের শেষ সময়টা কেটেছে একদম জট ছাড়া। বছরশেষে এটাই চট্টগ্রাম বন্দর নিয়ে বড় সুখবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন