New Year 2022: ২০২২-এ কী কী রাখবেন, কী কী ছাড়বেন গৌরব, শোলাঙ্কি, সপ্তর্ষি, অন্বেষা, নীল?
বছর ফুরোনোর আগের দিন পরিকল্পনা। নতুন বছরে নিজেকে নতুন ভাবে গড়তেই হবে। সেই অনুযায়ী কিছু ত্যাগ আর কিছু নতুন অভ্যাসের সংযোজন দিনলিপিতে। প্রতি বছর এই কাজ সাধারণের সঙ্গে তারকারাও করেন। তাঁরা কি একটু বেশি মানেন এগুলো? পেশার খাতিরে? জনপ্রিয়তার কারণে? আনন্দবাজার অনলাইনের ঝাঁকিদর্শন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, সপ্তর্ষি মৌলিক, অন্বেষা হাজরা, নীল ভট্টাচার্যের ২০২২-এর ‘শপথ তালিকা’য়।
গৌরব চট্টোপাধ্যায়: উত্তমকুমারের নাতি এমনিতে ভীষণ নিয়ম মেনে চলেন। সকাল থেকে জিম, সাইকেল চালানো। সময় মেপে স্টুডিয়োয় যাওয়া। কাজ ফুরোলে স্ত্রী দেবলীনা কুমারকে সঙ্গ দেওয়া। ছবি দেখা, বই পড়া, নিজের মতো করে সময় কাটানো--- সবই করেন। আর চেষ্টা করেন প্রতি বছর নতুন কিছু নিয়ম মেনে চলার। নিজের ভাল থাকার স্বার্থে। ২০২২-এ তাঁর পরিকল্পনা কী?
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে