You have reached your daily news limit

Please log in to continue


২০২১ সা‌লে ইউ‌পি নির্বাচনের সহিংসতায় সারাদেশে নিহত ১১৩: আসক

চলতি বছর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতায় সারা দেশে নিহত হয়েছেন ১১৩ জন। এছাড়া পৌর ও সি‌টি কর‌পো‌রেশন ভো‌টের সংঘা‌তে প্রাণহা‌নি ঘ‌টে‌ছে আরও ১৩ জনের।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর রু‌নি মিলনায়ত‌নে গত এক বছ‌রের মানবা‌ধিকার প‌রি‌স্থি‌তি‌ তু‌লে ধ‌রে এসব তথ্য জানায় আইন ও সা‌লিশ কেন্দ্র (আসক)।

গত এক বছ‌রে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ১,৩২১ জন নারী। গত বছর ধর্ষণের শিকার হয়েছিলেন মোট ১,৬২৭ জন নারী এবং ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১,৪১৩। 

আসক জানায়, ইউ‌পি নির্বাচ‌নকে কেন্দ্র ক‌রে ৬৭২টি ঘটনায় ১১৩ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। এসব ঘটনায় ৭ হাজা‌রেরও বে‌শি মানুষ আহত হ‌য়ে‌ছেন।

পৌর ও সিটি কর্পোরেশন নির্বাচনে ৮৩টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে এবং ২০২১ সাল জুড়ে সারাদেশে রাজনৈতিক সংঘাতে ১৫৭ জন মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন