![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/12/30/3d442ca02dce4e5af8e0f0f45389f05f-61cda289f1d62.jpg)
মসজিদুল হারামে ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি
মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় আজ বৃহস্পতিবার থেকে এই সামাজিক দূরত্ব বিধি মানতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকেরা কাবার চারপাশে সামাজিক দূরত্বের জন্য মেঝেতে দেওয়া চিহ্নগুলো ফিরিয়ে এনেছে। এই চিহ্নগুলো করোনার সংক্রমণ কমায় গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।