বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন করবে বামজোট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন বছরপূর্তিতে দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে এই জোট। কেন্দ্রীয় কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।
বামজোট জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করা হবে।
বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেগুনবাগিচা বাজার, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন জোটের নেতারা।
এতে অংশগ্রহণ করেন— বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, আকবর খান, মানস নন্দী, বিধান রায়, সীমা দত্ত, মাসুদ রানা প্রমুখ।