![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F29%2FLDA-291221-1-72b9239a9a7d5094c77f06dbd3774f9b.jpg%3Fjadewits_media_id%3D767501)
বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন করবে বামজোট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন বছরপূর্তিতে দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে এই জোট। কেন্দ্রীয় কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।
বামজোট জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করা হবে।
বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেগুনবাগিচা বাজার, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন জোটের নেতারা।
এতে অংশগ্রহণ করেন— বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, আকবর খান, মানস নন্দী, বিধান রায়, সীমা দত্ত, মাসুদ রানা প্রমুখ।