'গবেষণা পুকুর' এখন ময়লার ভাগাড়
জরাজীর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিবিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের একমাত্র গবেষণা পুকুর ‘ব্রুড পনড’। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল ও কেন্দ্রীয় মসজিদের মধ্যবর্তী স্থানে অবস্থি এই পুকুর এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ব্যবহৃত বর্জ্য, প্রতিনিয়িত ব্যবহৃত নোংরা পানি, খাবারের উচ্ছিষ্ট ও মসজিদের ব্যবহৃত পানি সরাসরি ফেলা হচ্ছে গবেষণা পুকুরে। এতে নষ্ট হচ্ছে গবেষণা পুকুরের পানির গুণগত মান, ব্যহত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন।