 
                    
                    এনটিভিতে বিশেষ নাটক ‘বাবার ছেলে’
                        
                            এনটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:১০
                        
                    
                জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বাবার ছেলে’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকের কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইমতিয়াজ বর্ষণ ও ফারিয়া শাহরিন।
নাটকের গল্প এমন—হাসেম গ্রাম্য বৃদ্ধ। যৌবনে বদলা খেটেছেন। সে কারণে এখনও শরীরটা টান টানই আছে। তাঁর স্ত্রী গত হয়েছেন। একমাত্র ছেলেকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। ছেলে এখন বড় অফিসার। ঢাকায় থাকে। একদিন বিশেষ প্রয়োজনে তিনি তাঁর উচ্চপদস্থ কর্মকর্তা ছেলের বাড়িতে গ্রাম থেকে যান।
