You have reached your daily news limit

Please log in to continue


‘ভারতে পিয়নের চাকরির জন্য পিএইচডি ডিগ্রিধারীরও আবেদন’

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পিয়ন, চালক ও ওয়াচম্যানের ১৫টি পদে চাকরির জন্য আবেদন জমা পড়েছে ১১ হাজার। শুধু তাই নয় এই পদে চাকরি পেতে আবেদন করেছেন স্নাতক পাস, এমনকি পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তিও। খবর এনডিটিভির। চাকরির জন্য গত শনিবার ও রোববার মধ্যপ্রদেশজুেড়ে হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে আবেদনকারীদের। প্রতিবেশী উত্তরপ্রদেশ থেকেও এসেছেন অনেকে। চাকরির জন্য আবেদন করা এক যুবক অজয় বাঘেল বলছিলেন, আমি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছি।

কিন্তু আমি পিয়ন পদে চাকরির জন্য আবেদন করেছি। যারা পিএইচডি করেছেন তারাও আছেন এই লাইনে। জিতেন্দ্র মৌর্য, একজন আইনবিষয়ে স্নাতক পাস করা ছাত্র। তিনি বলেন, আমি চালকের পদে আবেদন করেছি। আমি জজের পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছি। আমি মাধব কলেজে পড়াশোনা করেছি। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, একটা বই কেনার মতো টাকা নেই। তাই ভাবলাম আমার একটা কাজ দরকার। আলতাফ এসেছেন অন্য প্রদেশ থেকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন