কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচন–পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত

প্রথম আলো পাবনা সদর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ২১:৫২

পাবনা সদর উপজেলার হিমাইতপুরে ইউপিতে নির্বাচন–পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে শামীম হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির প্রচার সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় লোকজন সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ ডিসেম্বর হিমাইতপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ছয়জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। ভোটে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন। এ নিয়ে ফলাফল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলামের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলম সমর্থকদের বিরোধ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলমের সমর্থকেরা নির্বাচনে পরাজয়ের জন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করে কটূক্তি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও