কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছোটদের ঋণ বিতরণে গতি নেই

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৩

মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই) দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা তহবিল থেকেও আশানুরূপ ঋণ পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এই তহবিল থেকে মাত্র ২১ শতাংশ ঋণ বিতরণ করতে সক্ষম হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ সময়ে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১০ শতাংশ ঋণ বিতরণ করতে পারেনি। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে একটি। বারবার তাগাদা ও বিভিন্ন শর্ত শিথিলের পরও ছোটদের ঋণ বিতরণ গতি না আসায় ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক।


এ অবস্থায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ছোটদের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি আনতে ব্যাংকগুলোর এমডিদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন গভর্নর ফজলে কবির। বৈঠকে প্রথম পর্যায়ে ছোটদের প্রণোদনা তহবিলের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনকারী ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আর যেসব ব্যাংক লক্ষ্যমাত্রার ধারেকাছেও যেতে পারেনি, তাদের কপালে জুটবে তিরস্কার। এ ছাড়া বৈঠকে আগামী জুন পর্যন্ত ব্যবসায়ীদের খেলাপি না করার সময়সীমা বাড়ানোর দাবির বিষয়টি নিয়েও ব্যাংকের এমডিদের মতামত জানতে চাওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও