![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flori-20211228085456.jpg)
গোবর বোঝাই লরি উল্টে চালক নিহত
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লরি উল্টে শাহিন মিয়া (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গুচ্ছগ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর কাস্টগড় গ্রামের আবুল কালামের ছেলে। ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই লরি গোবর বোঝাই করে যাচ্ছিল। পথিমধ্যে সন্তোষপুর গুচ্ছগ্রাম এলাকায় যেতেই হঠাৎ লরি উল্টে চাপা পড়েন চালক শাহিন মিয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।