You have reached your daily news limit

Please log in to continue


বেকার তরুণেরা ডুবছে ভূমধ্যসাগরে নয়তো ইভ্যালি–শেয়ারবাজারে

চিকিৎসকের ‘জবাব দিয়ে দেওয়া’ রোগী দেখেছেন কখনো? জবাব দেওয়া মানে রোগীর বাঁচার আর কোনো সম্ভাবনাই প্রচলিত চিকিৎসায় নেই। সেই রোগীর অসহায় আত্মীয়স্বজন তখন এমন সব ‘চিকিৎসা’–এর দ্বারস্থ হন, যা স্বাভাবিক অবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওঝা, ঝাড়-ফুঁক, কবিরাজি ও হোমিওপ্যাথিসহ নানা সম্ভব–অসম্ভব উপায়ে চলে চেষ্টা। আর এসব অসহায় মানুষকে ঘিরে গড়ে ওঠে কিছু মানুষের ব্যবসা। সাইনবোর্ড, পোস্টার, লিফলেটসহ নানা বিজ্ঞাপন চোখে পড়ে, যেখানে লেখা থাকে ক্যানসার, লিভার সিরোসিস, জটিল কিডনি রোগসহ নানা রোগের ‘গ্যারান্টি সহকারে’ চিকিৎসা দেওয়া হয়। মানুষের অসহায়ত্বই তাদের মূল পুঁজি।
‘ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু’ আজ থেকে ঠিক ৫ মাস আগে প্রথম আলোর  একটি সংবাদের শিরোনাম।

লিবিয়া থেকে নৌকায় করে ইউরোপে পাড়ি দিতে গিয়ে এটাই এখন পর্যন্ত বাংলাদেশিদের সর্বশেষ মৃত্যুর সংবাদ। এর ২ মাস আগেই এসেছিল ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৩ বাংলাদেশির মৃত্যুর খবর। এমন সংবাদ একেবারে নিয়মিত বিরতিতে আসে আমাদের সামনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন