ডিমেনশিয়া : ফুটবলে মৃত্যুর আতঙ্ক
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ২০:২০
বুন্ডেসলিগার ইউনিয়ন বার্লিন দলের গোলরক্ষক আন্দ্রেয়াস লুঠে একটা প্রশ্নের সঠিক উত্তর কারো কাছেই পাচ্ছেন না৷ ডয়চে ভেলের কাছেও তাই জানতে চেয়েছেন, ‘‘আমার মাথায় কি টাইম-বোমার ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরতে শুরু করেছে?'' অর্থাৎ, ফুটবল খেলেন বলে তিনি কি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন?
৩৪ বছর বয়সি ফুটবলারের মনে এমন প্রশ্ন জাগার কারণ, সাম্প্রতিক কিছু গবেষণার ফল৷ সেসব গবেষণায় দেখা গেছে, ফুটবল খেললে, বিশেষ করে ফুটবল খেলায় মাথায় ঘন ঘন আঘাত পেলে এক পর্যায়ে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য সব মানুষের চেয়ে অনেক বেশি৷