পুঁজিবাজার নিয়ে বৈঠক আর হচ্ছে না ডিসেম্বরে
নিউজ বাংলা ২৪
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৮
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মতভিন্নতা দূর করতে বহুল প্রতীক্ষিত বৈঠকটি চলতি বছরের বাকি কয়েক দিনে আর হচ্ছে না। ফলে বিনিয়োগকারীদের নতুন বছরের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
গত ৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আলোচিত সেই বৈঠক শেষে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানিয়ে পরের বৈঠকের অপেক্ষায় রাখা হয়। জানানো হয়, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি বৈঠকের পর সুনির্দিষ্ট ঘোষণা আসবে।
সেই বৈঠকের পর থেকে ক্রমাগতভাবে দরপতন ঘটছে। ১২ কর্মদিবসের মধ্যে ১০ দিনেই সূচক পড়ে ৪১৯ পয়েন্ট। এ অবস্থায় দ্বিতীয় সেই বৈঠকের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরা জানতে পারছেন না কবে বসবেন কর্তাব্যক্তিরা, কবে একটি ঘোষণা শোনা যাবে।