আলোচনার কেন্দ্রে করোনার টিকা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৩৫
অনিশ্চয়তা বোধের মধ্য দিয়ে ২০২১ সাল শেষ হচ্ছে। বছরের প্রথম দিকে টিকা দেওয়া শুরু হলে করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যাপারে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গিয়েছিল। কিন্তু বছর শেষে ভাইরাসটির নতুন ধরন অমিক্রনের উদ্ভব মানুষকে আবার উদ্বেগে ফেলে দিয়েছে। মহামারি নিয়ে এই অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্য দিয়ে নতুন বছর শুরু হতে যাচ্ছে।
শেষ হতে যাওয়া বছরটিতে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ঘটনাগুলোর কেন্দ্রে ছিল করোনার টিকা। টিকা কেনা, টিকা সংগ্রহ, টিকাদান চলেছে বছরজুড়ে। বছরের একটা সময় করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু বহুগুণ বেড়ে যায়। একটা পর্যায়ে তা ধীরে ধীরে কমতে থাকে। ডিসেম্বরের শেষে সামান্য হলেও সংক্রমণের কিছুটা ঊর্ধ্বগতি আবার লক্ষ করা যাচ্ছে।