You have reached your daily news limit

Please log in to continue


লঞ্চ দুর্ঘটনার অনিয়ম খুঁজে বের করতে হবে : মানবাধিকার চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যার বা যাদের গা‌ফিল‌তি আছে, তাদের চি‌হ্নিত ক‌রে ক‌রে শা‌স্তির আওতায় নি‌য়ে আসতে হবে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সার্বিক খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।

নাসিমা বেগম বলেন, শুধু এক‌টি ফিট‌নে‌সের সনদ দি‌য়ে দায় সারার কো‌নো সু‌যোগ নেই। প্রতি‌নিয়ত এসব লঞ্চের ফিট‌নেস ঠিক আছে কী-না বা নিয়ম মান‌ছে কী-না সেগু‌লো যাচাই-বাছাই করতে হ‌বে।

তিনি বলেন, ওই লঞ্চে অ‌গ্নি‌নির্বাপন ব্যবস্থা কেন ছি‌ল না, অ‌নিয়মটা কোথায় সেটাও খুঁজে বের কর‌তে হ‌বে। প্রতিটি যানবাহ‌নে যা‌তে অ‌গ্নি‌নির্বাবন ব্যবস্থা থাকে সেটি নিশ্চিত করতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন