ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম
গত ২৬ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণ করে। এটি এই কমিশনের আরেকটি নিন্দনীয় কাজ। যদিও পুরো মেয়াদজুড়ে বিতর্কিত অবস্থানে থাকা কমিশনের এমন কাজ অবাক হওয়ার মতো কিছু নয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর ইফতেখার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরদিন এমদাদুল হক ভূঞা আওয়ামী লীগের মনোনয়ন সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দেন।
তবে জমা দেওয়ার চূড়ান্ত তারিখের পরদিন ১০ ডিসেম্বর ইফতেখার আওয়ামী লীগের মনোনয়নসহ আবারও মনোনয়নপত্র জমা দেন। সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে নির্বাচন কমিশন তার নতুন মনোনয়নপত্র গ্রহণ করে এবং তার আগের মনোনয়নপত্র বাতিল করে। একইসঙ্গে এমদাদুল হকের মনোনয়ন বাতিল করে দেয় কমিশন।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের নির্বাচন কর্মকর্তারা প্রাথমিকভাবে সময়সীমার পর জমা দেওয়া মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তাদের ওপর চাপ সৃষ্টি করেন।