![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F26%2Fctg-candidate.jpg%3Fitok%3DPm3kuXy1)
ইউপি নির্বাচন : কর্ণফুলীতে ভোটের দিন প্রার্থীর মৃত্যু
ভোটের দিন আজ রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনির উদ্দিন তালুকদার (৫৮) নামের এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আজ ভোরে শিকলবাহা ইউনিয়নের নিজ ঘরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মনির উদ্দিন তালুকদারের মৃত্যু হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর শুনেছি। তবে, তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীকালে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’