কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে গণতন্ত্র নির্বাসনে, চলছে অন্যায়ের রাজত্ব

প্রথম আলো জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ২২:৩৪

দেশে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নেই। গণতন্ত্র ও সত্য নির্বাসনে গেছে। কায়েম হয়েছে অন্যায়ের রাজত্ব। ফ্যাসিবাদই হলো দেশের মূল সংকট। এ থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত ‘গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সাংবাদিক, শিক্ষক ও লেখক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিএফইউজের ৪৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দেশে এক ব্যক্তির শাসন কায়েম হয়েছে। তাঁর কথা ছাড়া পাতাও নড়ে না।


আনোয়ারুল্লাহ চৌধুরী আরও বলেন, দেশে যে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে, তাতে কি বুদ্ধিজীবীদের ভূমিকা নেই? নিশ্চয়ই আছে। বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসক—সবার ভূমিকা আছে। বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও