![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F25%2Fcapture_0.jpg%3Fitok%3DgQeU8ry9)
কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণের ঘটনায় ‘নাটকীয় মোড়’
কক্সবাজারে বেড়াতে গিয়ে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় বেরিয়ে আসছে নতুন তথ্য। জেলা ট্যুরিস্ট পুলিশ দাবি করেছে, ওই নারীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি, ধর্ষক আশিক তার পূর্বপরিচিত। এদিকে আজ শনিবার আটক হোটেল ম্যানেজারকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বুধবার বিকেলে কক্সবাজারে এক নারীকে স্বামী-শিশুসন্তানসহ তুলে নিয়ে গিয়ে সংঘদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু সেই ধর্ষণের ঘটনায় বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।