বেসিস নির্বাচন রবিবার, ওয়ান টিমের পক্ষে বেশিরভাগ সদস্য

ঢাকা টাইমস বেসিস অডিটরিয়াম প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ২২:২৭

দেশের সফটওয়্য্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচন হবে আগামীকাল ২৬ ডিসেম্বর।


 


গতকাল ২৪ ডিসেম্বর ২০২১ হয়ে গেল এই নির্বাচনের দুই প্যানেলের সর্বশেষ মিটআপ। ওয়ান টিম প্যানেল তাদের মতবিনিময় সভা আয়োজন করে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এবং সিনার্জি স্কোয়াড প্যানেল তাদের অনুষ্ঠান আয়োজন করে হোটেল আমারি’তে। বেসিস নির্বাচন বিশ্লেষকদের মতে এই দুই মিটআপে ভোটারদের আগ্রহ বিবেচনায় এগিয়ে আছে ‘এভরি মেম্বার ম্যাটার্স’-শ্লোগান নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া প্যানেল ‘ওয়ান টিম’। হোটেল রেডিসনে ৫০০-র ও বেশী সদস্য যোগ দেন এবং তারা ওয়ানটিমকে ভোট দিয়ে জয়ী করার জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও