কে জানতো যে এই উপমহাদেশের সেরা গোয়েন্দাকে একদিন মালিকানা নিয়ে ঝামেলায় পড়তে হবে। সেটাও আদালত অবধি গড়াবে। সেখান থেকে ঘোষণা দিয়ে জানানো হবে ‘ফেলুদা’ কার! ঠিক তাই হয়েছে।
আলিপুর ডিভিশনের কমার্শিয়াল কোর্টে ফেলুদাকে নিয়ে ‘ফিকশনাল’ স্টোরির উপর স্থগিতাদেশ এসেছে অশোক ধানুকার এসকে ভিডিও প্রাইভেট লিমিটেড এবং জি এন্টাইটেনমেন্টের উপর। আবেদনকারী এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।