শেবাচিমের বার্ন ইউনিট বন্ধ ১ বছর ৮ মাস

dhakaprokash24.com শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:০৯

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ হাসপাতাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কার্যক্রম এক বছর ৮ মাস ধরে বন্ধ। ফলে দক্ষিণাঞ্চলের অগ্নিদগ্ধ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য পাঠাতে হয় ঢাকায়।


হাসপাতালের নিচ তলায় ২০১৫ সালের ১২ মার্চ ৮ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু করা হয়। তখন ওয়ার্ড পরিচালনার দায়িত্ব পান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান। এক বছর পরে ডা. হাবিবুর রহমান অবসরে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনকে এ বার্ন ইউনিটে পদায়ন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। পরে সিনিয়র কনসালটেন্ট ডা. একেএম আজাদ সজলকে শেবাচিমের বার্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন প্রশিক্ষিত ১৬ জন সেবিকা। চাহিদা বেড়ে যাওয়ায় বার্ন ইউনিটকে ৩০ শয্যায় উন্নীত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও