![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F12%252F10%252F1887cb1f91acc4dd0d11489ef50c3c1c-5def4ff40492c.jpg%3Frect%3D0%252C63%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শীতের খাবারে সচেতন থাকুন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩৫
পিঠাপুলি ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না। শীতের ঐতিহ্যবাহী বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। এ সময় পাড়া-মহল্লায় ছোট-বড় সবাই পিঠা খাওয়ার আনন্দে মেতে ওঠে।
গ্রামাঞ্চলে যেমন শীতের রকমারি পিঠার আয়োজন করা হয়, শহরেও এখন পথের ধারে পিঠা বিক্রির ধুম পড়ে। শীতকাল পিঠা খাওয়ার মৌসুম হওয়ার কারণ, এ সময় নতুন ধান ওঠে; আর নতুন আতপ চালের গুঁড়া দিয়েই তৈরি হয় নানারকম পিঠা।