 
                    
                    বিএসএফ-এর বাধায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের তিন স্থাপনার কাজ বন্ধ
ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ’ গজের ভেতর পড়েছে— এমনটা দাবি করে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া কসবা অংশের নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি স্টেশনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এতে একবছর ধরে বন্ধ রয়েছে সরকারের উন্নয়নমুখী সম্প্রসারিত এই ডুয়েলগেজ রেলপথ প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                