বাবা-মায়ের পরকীয়া-মাদকাসক্তির বলি হচ্ছে শিশুপ্রাণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ২০:১৫
প্রতিবেশী লাইলি আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাক্টরচালক আমির হোসেন (২৫)। বয়সে পাঁচ বছরের বড় লাইলির সঙ্গে আমিরের সম্পর্ক বছরখানেকের। হঠাৎ একদিন আমিরকে লাইলির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আমিরের পাঁচ বছরের শিশুকন্যা ফাহিমা।
ফাহিমা বলে, ‘আমি এ কথা মাকে জানিয়ে দেবো।’ এ কথাই কাল হয় ফাহিমার। ঘটনা চাপা দিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী লাইলির প্ররোচনায় চকলেট কিনে দেওয়ার কথা বলে ফাহিমাকে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমির হোসেন।