![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F24%2F0baf43a807133696e07bc478170e112f-61c591fe09d44.jpg%3Fjadewits_media_id%3D766589)
‘আমলাতন্ত্র দলীয়করণকে পাশ কাটিয়ে কাজ করলে নির্বাচন সুষ্ঠু হবে’
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেছেন, যাদের আমলাতন্ত্রের দায়িত্ব দেওয়া হয় তারা যদি দলীয়করণকে পাশ কাটিয়ে কাজ করে তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। সেক্ষেত্রে আর সার্চ কমিটির এতটা প্রয়োজন হয় না।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) আয়োজিত "স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।