![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/12/24/http_cdn.cnn_.com_cnnnext_dam_assets_211213164410-06-romain-veillon-the-world-without-us-photos_1.jpg?itok=XORg6cGj×tamp=1640337917)
কেমন হবে মানুষবিহীন পৃথিবী?
জন্মের পর থেকেই আমরা আশেপাশে দেখেছি শুধু মানুষ আর মানুষ। যেখানেই যাই, যাই করি না কেন, মানুষকে ঘিরেই আমাদের জীবন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মনুষ্যবিহীন পৃথিবী কেমন হতে পারে? আপনি না ভাবলেও, যুগে যুগে অসংখ্য বিজ্ঞানীরা তো ভেবেছেনই। আবার পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক সিনেমাগুলোতেও দেখানোর চেষ্টা করা হয়েছে ভিন্ন সেই পৃথিবীর চিত্র।
এদের মতোই চিন্তাভাবনা নিয়ে ঢুকে পড়েছিল ফরাসি আলোকচিত্রী রোমেইন ভেইলনের মাথায়। পৃথিবীর মধ্যেই একেবারে জনশূন্য স্থানের খোজ করেছেন তিনি, ক্যামেরা হাতে আবিষ্কার করেছেন অন্য এক সৌন্দর্য্যকে!
৩৮ বছর বয়সী রোমেইন গত দশ বছর যাবত ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর পথে এবং তুলেছেন এমন কিছু জায়গার ছবি যা মানুষ দখল করে রাখতে পারেনি, বরং প্রকৃতি আপন করে নিয়েছে সেই জায়গা কিংবা স্থাপনাগুলোকে, দিয়েছে নতুন রূপ। ছবিগুলোর পেছনের ইতিহাস জানতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছেন তিনি।