মন্দিরে হামলা মামলার আসামি শিকলে বাঁধা মানসিক রোগী

ঢাকা টাইমস হাজীগঞ্জ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ২০:০০

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলার আসামি হয়েছে মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামের বজলু রহমানের ছেলে মানসিক রোগী রাব্বি প্রধান। কিন্তু গত ৪ বছর ধরে রাব্বি মানসিক রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছে এবং বাড়িতে তাকে শিকলে বাঁধা অবস্থায় থাকতে হয়। কয়েকদিন আগে মতলব থানা পুলিশ রাব্বিদের বাড়িতে গেলে রাব্বির পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।


রাব্বির নিকটাত্মীয় মালেকের সঙ্গে কথা বলে এবং এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রাব্বি প্রধানিয়া নামে মামলার কোনো আসামি নেই। মন্দিরে হামলার ঘটনায় মামলার আসামি হচ্ছে মেহেদী হাসান রাব্বি। তার বাবার নাম বজলু মাষ্টার মিয়াজী। কিন্তু মানসিক রোগী রাব্বি প্রধানিয়ার বাবার নাম হচ্ছে বজলু রহমান। পেশায় তিনি রিকশা চালক। রাব্বিও মানসিকভাবে অসুস্থ হওয়ার আগে মতলবে একটি চা দোকানের কর্মচারী ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও