You have reached your daily news limit

Please log in to continue


বিপিএলে চ্যাম্পিয়নের পুরস্কার কেন মাত্র ১ কোটি টাকা

ফ্র্যাঞ্চাইজি ফি থেকে শুরু করে ক্রিকেটার-কোচদের পারিশ্রমিক, পরিচলন ব‍্যয় এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এবারের বিপিএলের একেকটি ফ্র্যাঞ্চাইজির খরচ হবে ৫ কোটি টাকার আশেপাশে। কিংবা আরও বেশি। অথচ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি মোটে ১ কোটি টাকা, রানার্স আপ পাবে স্রেফ ৫০ লাখ!বিসিবির প্রধান নির্বাহী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নিজামউদ্দিন চৌধুরি এটির কারণ ব্যাখ্যা করলে জানালেন, ভবিষ্যতে তারা পুরস্কারের অঙ্ক বাড়াবেন।প্রাইজমানিই যে ফ্র্যাঞ্চাইজিগুলোর একমাত্র আয়, তা অবশ্যই নয়। বড় একটা অংশ আসার কথা স্পন্সরশিপ থেকে।

বিশ্বের বেশির ভাগ লিগে ফ্র্যাঞ্চাইজি লিগেই এন্ডোর্সমেন্ট থেকে মোটা অঙ্কের আয় হয়। তবে বিপিএলে পেশাদার কোনো কাঠামো নেই, ফ্র্যাঞ্চাইজিগুলোর নেই ধারাবাহিকতা। স্পন্সরদের আকৃষ্ট করাও তাই কঠিন।অন্য বেশির ভাগ লিগের আয়ের লভ্যাংশ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে তা কখনোই হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য তাই তেমন কোনো প্রণোদনাই নেই। প্রাইজমানি মোটা অঙ্কের থাকলে তবু ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছুটা আকর্ষণ থাকত। কিন্তু প্রাইজমানির অঙ্কও অন্যান্য লিগের তুলনায় নিতান্তই কমএবারের আইপিএলে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন