ইউপি নির্বাচন: নওগাঁয় দুই পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ প্রার্থী কামরুল জামান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এটিএম বদিউল আলমের লোকজনের মধ্যে বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের হরতিডাঙা এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মারধরে উভয় পক্ষের ১১ জন আহত এবং ২০টি মোটরসাইকেল ভাংচুর হয়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে।
কামরুল জামান অভিযোগ করেন, “পাশাপাশি নির্বাচনী ক্যাম্প হওয়ায় তারাই (স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক) বহিরাগত লোকজন নিয়ে এসে আমার কর্মী-সমথর্কদের ওপর হামলা চালায়। এখন তারা আমার ওপর দোষ চাপানোর পাঁয়তারা করছে। অথচ তাদের হামলায় নৌকার সমর্থকদের দুটিটি মটরসাইকেল ভাংচুর ও সাতজন আহত হয়েছেন।”