কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বড় লোকসানে প্রিমিয়ার লিজিং

ঢাকা পোষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:০৩

মুনাফা থেকে বড় লোকসানে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসের অনিরিক্ষিত আর্থিক প্রতিবদনে এই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


ডিএসইর তথ্য মতে, মুনাফার পরিবর্তে চলতি বছরের তিন প্রান্তিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৩ পয়সা। যেখানে ২০২০ সালের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৬ টাকা ৪৪ পয়সা শেয়ার প্রতি লোকসান হয়েছে কোম্পানিটির।


এর মধ্যে জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ পয়সা ছিল। অর্থাৎ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় লোকসান বেড়েছে ১ টাকা ৪৬ পয়সা। তাতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৮১ পয়সা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও