ডেলটা থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম: গবেষণা
করোনাভাইরাসের ডেলটা ধরন থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম। যুক্তরাজ্যের লন্ডন ইম্পিরিয়াল কলেজের একটি গবেষণায় গতকাল বুধবার এমনটি বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়, সামগ্রিকভাবে, আমরা ডেলটা থেকে ওমিক্রনের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমার সুযোগ পাচ্ছি।
ডিসেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে বেশি তীব্রতর কি-না তা জানতে আরও তথ্যের প্রয়োজন। প্রায় এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরন শনাক্ত হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর আগে