দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ আহত ৪০
হবিগঞ্জের লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল) পক্ষে একটি মিছিল বের করা হয়। এ সময়ে অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমনের (চশমা) সমর্থকদের মিছিল মুখামুখি হয়। তখন তাদের মাঝে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে