বাংলাদেশে জেহাদের ছায়া, এবার রোহিঙ্গা শিবিরে নিজস্ব মুদ্রা চালু করেছে জঙ্গি সংগঠন আরসা

www.sangbadpratidin.in ভাসান চর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ২০:২৭

বাংলাদেশে (Bangladesh) আরও গাঢ় জেহাদের ছায়া। এবার রোহিঙ্গা শিবিরে নিজস্ব মুদ্রা চালু করেছে জঙ্গি সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ বা আরসা বলে খবর।


জানা গিয়েছে, মায়ানমারের সন্ত্রাসবাদী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) নিজেদের আরও মজবুত করতে এবার বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের নিজস্ব মুদ্রা চালু করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের গ্রুপে তারা এই মুদ্রার পক্ষে প্রচার শুরু করেছে বলে খবর। সূত্রের খবর, প্রাথমিকভাবে কয়েকটি শরণার্থী ক্যাম্পে এই মুদ্রা চালু হয়েছে। অচিরেই প্রত্যেক শরণার্থী ক্যাম্পে এ মুদ্রা চালুর পরিকল্পনা রয়েছে জঙ্গিগোষ্ঠীটির। ২০১৭ সালে মায়ানমারে একাধিক সেনাঘাঁটিতে হামলা চালায় আরসা। তারপরই দেশটির সেনাবাহিনী আরসা-সহ রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। প্রাণ বাঁচাতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে চলে আসে। সবমিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও