![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/usa-fraud-20211222174753.jpg)
যুক্তরাষ্ট্রের কোভিড ত্রাণ তহবিল থেকে ১০০ বিলিয়ন ডলার চুরি!
যুক্তরাষ্ট্রের কোভিড ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সময়ে প্রায় ১ হাজার কোটি টাকা (১০০ বিলিয়ন) ডলার চুরি হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক চাকরি হারিয়েছেন কিংবা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য জন্য ২০২০ সালে কোভিড ত্রাণ তহবিল গঠন করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার। ‘মার্চ ২০২০ কেয়ার্স অ্যাক্ট, পিপিপি’ নামের একটি আইনের আওতায় করা হয়েছিল এ তহবিল।