কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুক্রবার পর্যন্ত ঝুলে থাকল আকরামের ভাগ‍্য

বিডি নিউজ ২৪ বিসিবি কার্যালয় প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

নাজমুল হাসানের সঙ্গে কথা বলার পর ক্রিকেট পরিচালনা বিভাগ ছাড়ার ব‍্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন আকরাম খান। তবে এর আগেই বিসিবি প্রধান জানালেন, এই ব‍্যাপারে এখনো কোনো কিছু ভাবেননি তিনি। আগামী শুক্রবার কমিটি করার সময়ই তিনি নেবেন সিদ্ধান্ত।সাবিনা আকরাম গত সোমবার ফেইসবুক পোস্টে স্বামীর পদত্যাগের খবর দেন। পরদিন আকরাম জানান, পারিবারিক সিদ্ধান্তে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।


তবে বুধবার বোর্ডের অনানুষ্ঠানিক সভা শেষে বিসিবি প্রধান জানান, আকরাম এই বিভাগে থাকবেন না কিংবা এই দায়িত্ব পালন করবেন না, এভাবে বলেননি তাকে। “ও বলে নাই, ও করবে না। বলেছে আপনার সিদ্ধান্ত।… ও বলেছে আট বছর আছে, এটাতে প্রচুর কাজ। সে বলেছে এটাতে যেহেতু এত কাজ, অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। আবার এটাও বলেছে, আপনি যেটা বলেন সেটাই ফাইনাল।” “এমন না যে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, নাথিং লাইক দ্যাট। সে তার সমস্যার কথা বলেছে। এখন যে পরিমাণ তার সম্পৃক্ততা। বিশেষ করে বায়ো বাবলের জন্য, কোভিড পরিস্থিতিতে বিষয়গুলো জটিল হয়ে গেছে। সে মনে করছে, তার জন্য কঠিন হবে, সময় দেওয়াটা। পরিবারকে তার সময় দিতে হবে ইত্যাদি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও