ভারতে জি, সনি একীভূত হয়ে গড়ছে বিরাট নেওয়ার্ক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৬:২৪
ভারতের বাজারে নেটফ্লিক্স আর ডিজনির সঙ্গে পাল্লা দিতে ‘জি এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে একীভূত হচ্ছে সনি পিকচার্সের ভারতীয় ইউনিট, যার মধ্য দিয়ে গঠিত হচ্ছে বিরাট এক টিভি নেটওয়ার্ক।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জি এন্টারটেইনমেন্টের পরিচালনা পর্ষদ এই মার্জার চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে তারা বিষয়টি জানিয়েও দিয়েছে।
এই চুক্তির ফলে এতদিনের প্রতিদ্বন্দ্বি দুই কোম্পানির নেটওয়ার্ক, টেলিভিশন চ্যানেল, ফিল্ম অ্যাসেট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রোডাকশন অপারেশন্স এবং প্রোগ্রামের সংগ্রহশালা একীভূত হয়ে যাবে। তাতে ভারতের অন্যতম বৃহৎ বিনোদন নেটওয়ার্কে পরিণত হবে এই একীভূত কোম্পানি।